অবৈধভাবে ভারতে প্রবেশকালে দালালসহ ৭ বাংলাদেশি আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৯:০৫
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
আটকদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। তারা সবাই গোপালগঞ্জ, বরিশালসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ খোসালপুর, কুমিল্লাপাড়ার টহল দল সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারকারীসহ সাতজন বাংলাদেশিকে আটক করা হয়।
অন্যদিকে, মেদিনীপুর, নিমতলা, নতুনপাড়া বিওপির টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৩০ বোতল ভারতীয় মদ, ১৫ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটককৃত ব্যক্তিদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠানো হবে। এছাড়া অন্যদেরকে আদালতে সোপর্দ করা হবে।
- এম বুরহান উদ্দীন/এমআই

