দলীয় পরিচয়ে নয়, এলাকার সন্তান হিসেবেই আপনাদের কাছে এসেছি : ডা. ফখরুদ্দিন মানিক
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ২১:১৮
ছবি : বাংলাদেশের খবর
কোনো দলীয় পরিচয় নয়, এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত ফেনী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খাজা প্রাইমারি বিদ্যালয়সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফখরুদ্দিন মানিক বলেন, আমি এলাকার সন্তান। এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে উঠা। এ এলাকায় এসে ভোট চাওয়া আমার জন্য বিব্রতকর। আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি। কোনো দলীয় পরিচয় নয়। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুধুমাত্র এলাকার সন্তান হিসেবে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে আগামীতে দাগনভূঁঞা-সোনাগাজীকে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবো, ইনশাল্লাহ।
দল মতের ঊর্ধ্বে উঠে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। প্রায় সাত শতাধিক নারী-পুরুষ কিশোর ,যুবক এ সমাবেশে অংশগ্রহণ করে।
স্থানীয় সিরাজ উল্লাহর সভাপতিত্বে এবং মাওলানা আনোয়ার উদ্দিনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম, রামনগর ইউনিয়নের আমির মাস্টার আহসান উল্লাহ, জামায়াত নেতা ওয়ালি উল্লাহ, আবুল বাশার, সানা উল্লাহ সোহেলসহ অন্যান্য রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
- এম. এমরান পাটোয়ারী/এমআই

