Logo

সারাদেশ

সাভারে শ্রমিক পরিবহন করা মিনিবাসে আগুন

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫২

সাভারে শ্রমিক পরিবহন করা মিনিবাসে আগুন

সাভারে শ্রমিক পরিবহন করা একটি মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি : বাংলাদেশের খবর

সাভারে শ্রমিক পরিবহন করা একটি মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় গাড়িটির ১০ শতাংশ পুড়ে গেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৩৩ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে জানা গেছে, গাড়ির মালিক রফিকুল ইসলাম। তবে সাভার ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে গাড়িটির নাম ও নাম্বার প্লেট নেই।

সাভার ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০-১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে গাড়িটির ১০ শতাংশ পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার কিছুক্ষণ পরই কাউকে কিছু না জানিয়ে গাড়িটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চালক।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর