সাভারে শ্রমিক পরিবহন করা মিনিবাসে আগুন
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫২
সাভারে শ্রমিক পরিবহন করা একটি মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি : বাংলাদেশের খবর
সাভারে শ্রমিক পরিবহন করা একটি মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় গাড়িটির ১০ শতাংশ পুড়ে গেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৩৩ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, গাড়ির মালিক রফিকুল ইসলাম। তবে সাভার ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে গাড়িটির নাম ও নাম্বার প্লেট নেই।
সাভার ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০-১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে গাড়িটির ১০ শতাংশ পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার কিছুক্ষণ পরই কাউকে কিছু না জানিয়ে গাড়িটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চালক।
এমবি

