গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩৮
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে অজ্ঞাতনামা ৭-৮ জন যুবক তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গ্রামীণ ব্যাংকের ভেতর ও বাইরে আগুনের চিহ্ন এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরা।

গ্রামীণ ব্যাংকের বারতোবা বাজার মাওনা শাখার ম্যানেজার রেহেনা পারভীন বলেন, ‘অজ্ঞাত ব্যক্তিরা অতর্কিতভাবে তিনটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। একটি ব্যাংকের বাউন্ডারির ভেতরে এবং বাকি দুটি বাউন্ডারির বাইরে বিস্ফোরিত হয়। ঘটনার পর থেকে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘এ ধরনের কোনো খবর এখনো পাইনি। খোঁজ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের শনাক্ত করে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
সোহেল/এমবি

