Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের কমিটি ঘোষণা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৪

আলফাডাঙ্গায় শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের কমিটি ঘোষণা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলা সদর বাজারের কলেজ রোডে অবস্থিত শ্রমিক দলের কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এসব কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ ও সাধারণ সম্পাদক মো. মকিনুর সিকদার নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এরপর নতুন নেতৃত্বের হাতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নবঘোষিত কমিটিগুলো হলো- আলফাডাঙ্গা সদর ইউনিয়ন শাখা, পৌরসভার ৯নং ওয়ার্ড (মিঠাপুর) ও গোপালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড (পবনবেগ) শাখা।

আলফাডাঙ্গা সদর ইউনিয়ন শাখা শ্রমিক দলে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে মো. আশিক তালুকদারকে সভাপতি ও মো. সোহেল মোল্যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে আলফাডাঙ্গা পৌরসভা ৯নং ওয়ার্ড (মিঠাপুর) শাখা কমিটিতে মো. মোবারক মোল্যাকে সভাপতি, তারা মিয়াকে সিনিয়র সহসভাপতি, মো. রাব্বি মোল্যাকে সাধারণ সম্পাদক ও ইশারত মোল্যাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

এছাড়া গোপালপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড (পবনবেগ) শাখা কমিটিতে মো. মুরাদ সিকদারকে সভাপতি ও মো. আল-আমিন মোল্যাকে সাধারণ সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা শাখা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ বলেন, ‘আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাত শক্তিশালী ও ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করার লক্ষ্যে আলফাডাঙ্গা শ্রমিক দল কাজ করে যাচ্ছে। তাই আলফাডাঙ্গা উপজেলায় শ্রমিক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে।’

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর