Logo

সারাদেশ

আশুলিয়ায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৫

আশুলিয়ায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশের খবর

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলাসহ নাশকতা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মো. মামুন দেওয়ান (৩৬), আশুলিয়ার শিমুলিয়া এলাকার গঙ্গা শক্তি প্রসাদ ঘোষ (৪৮), অন্নদাস প্রসাদ ঘোষ (৬৫), আশুলিয়ার কুরগাঁও টাট্টিবাড়ি এলাকার আশরাফুল ইসলাম নজরুল (৩৯), আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার মো. শরিফুল ইসলাম গফুঁর (৬০), আশুলিয়ার শিমুলিয়া এলাকার ভোলানাথ সুত্রধর (৫৮) এবং আশুলিয়ার রনস্থল গাজীরটেক এলাকার মো. হারুন অর রশিদ (৩৭)। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সক্রিয় নেতাকর্মী বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, ‘গোপন সাংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার শিমুলিয়া, ইয়ারপুর ও পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন যুবলীগের সক্রিয় ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।’

হাসান ভুঁইয়া/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর