Logo

সারাদেশ

ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৩:১৯

ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

বাংলাদেশের খবর

ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক ট্রাংক রোডের মুক্ত বাজার এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) ভোরে স্মৃতিস্তম্ভে আগুনের বিষয়টি দেখতে পান স্থানীয়রা। তবে এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, জুলাই স্মৃতিস্তম্ভের ফ্লোরের কিছু অংশ ও কয়েকটি অক্ষর আগুনে পুড়ে গেছে। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা সংগঠক ও বৈষম্যবিরোধী আন্দোলন সাবেক সমন্বয়ক মুহায়মিন তাজিম বলেন, ‘আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লোকজন জনমনে ভীতি তৈরির জন্য এসব ঘটনা ঘটাচ্ছে। আমি মনে করি, গুরুত্বপূর্ণ স্থাপনগুলোতে হামলা প্রতিরোধে প্রশাসনকে আরও বেশি তৎপর হতে হবে।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ এ বিষয়ে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এম. এমরান পাটোয়ারী/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর