Logo

সারাদেশ

সুনামগঞ্জে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতার বাবাকে গ্রেপ্তার

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৩:৩২

সুনামগঞ্জে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতার বাবাকে গ্রেপ্তার

সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নুর নিহানের বাবা শাহিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের আরপিননগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করলে বিচারক শাহিনুরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নুর নিহান গত বুধবার রাতে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাত নম্বর আসামি। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে জেলা যুবদলের সহ-সভাপতি আমির হোসেন দাবি করেছেন, ‘গ্রেপ্তার হওয়া শাহিনুর রহমান জেলা যুবদলের সাবেক নেতা এবং সাবেক জেলা কমিটির সহসভাপতি ছিলেন। বিএনপির রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা রয়েছে বলেও তিনি জানান। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।’

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার ছেলে ও দলের লোকজনকে নাশকতার কাজে উসকানি দিতেন এবং বিভিন্নভাবে সহায়তা করতেন। সম্পৃক্ততা না থাকলে পুলিশ কাউকে গ্রেপ্তার করে না।’

মো. আব্দুল হালিম/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর