Logo

সারাদেশ

সোনারগাঁয়ে বিদ্যালয়ের মালামাল বিক্রির ঘটনায় ঝাড়ু মিছিল

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৫:১৪

সোনারগাঁয়ে বিদ্যালয়ের মালামাল বিক্রির ঘটনায় ঝাড়ু মিছিল

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মালামাল রাতের অন্ধকারে বিক্রির ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা ঝাড়ু ও জুতা মিছিল করেছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট স্কুলের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ। তারা অভিযুক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, সাবেক সভাপতি কামরুজ্জামান ভুঁইয়া মাসুম এবং অভিযোগের মুখে থাকা প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে সাদিপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম বলেন, ‘এ ইউনিয়নকে যেন ব্যক্তিগত সম্পত্তি মনে করে মাসুম ও মনিরুজ্জামান নিজেদের ইচ্ছেমতো সব কিছু করছেন। বিদ্যালয়ের মালামাল রাতের অন্ধকারে নিয়মবহির্ভূতভাবে বিক্রি করা হয়েছে। পরে এলাকাবাসী মালামাল ভর্তি গাড়ি আটক করেছে। আমরা চাই-ঘটনাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’

সদস্য হাবিবুর রহমান মাসুদ মোল্লা মঞ্চ থেকে বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের মালামাল চুরি করে বিক্রি করা ন্যাক্কারজনক। স্কুলের মতো পবিত্র স্থানে দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা হবে না। আমরা আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।’

এসময় শিক্ষার্থীরা ঝাড়ু ও জুতা প্রদর্শন করে দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান।

অভিযুক্ত সাবেক সভাপতি কামরুজ্জামান ভুঁইয়া মাসুম দাবি করেন, ‘একটি কুচক্রী মহল আমাদের বিতর্কিত করতে মালামাল চুরির ঘটনা সাজিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে মিটিং করেছি।’

বর্তমান সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া বলেন, ‘স্কুলের একটি কমিটি করে মালামাল বিক্রি করেছি। তবে মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমতি ছিল না। বিক্রি করার পর গাড়িতে ওঠাতে রাত হয়ে যায়। এখানে কোনো চুরির ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর শনিবার স্কুল বন্ধ থাকা সত্ত্বেও সভাপতি ও প্রধান শিক্ষকের নির্দেশে রাতের অন্ধকারে পঞ্চমীঘাট স্কুলের মালামাল বিক্রি করা হয়। স্থানীয়রা মালামাল ভর্তি গাড়ি আটক করে পুলিশে হস্তান্তর করেন।

  • মো. সজীব হোসেন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর