শ্রীপুরে চালের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিকের নিহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৫:২৯
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুরে আল মদিনা ফুড ইন্ডাস্ট্রি কারখানায় চালের বস্তার নিচে চাপা পড়ে নাঈম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কারখানার ভেতরে মুড়ি তৈরির কাজে ব্যবহৃত চালের বস্তা সরানোর সময় নাঈম হঠাৎ বস্তার নিচে চাপা পড়ে যান। সঙ্গে সঙ্গে সহকর্মীরা বস্তাগুলো সরিয়ে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈম ময়মনসিংহের নান্দাইল থানার হারিয়াকান্দি গ্রামের খলিলের ছেলে। তার ভাই রবিউল ও খালা রেখা জানান, ফ্যাক্টরি কর্তৃপক্ষ রাতেই পরিবারকে ঘটনার বিষয়ে জানায়।
শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘নিহতের স্বজনরা বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছে, যা আইন অনুযায়ী বিবেচনা করা হবে।’
ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো মন্তব্য দিতে রাজি হননি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
- আতাউর রহমান সোহেল/এমআই

