ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে সুজন-সুশাসনের জন্য নাগরিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) এ উপলক্ষে একটি শোভাযাত্রা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ট্রাংক রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বক্তৃতা ও অনুষ্ঠানে অধ্যাপক তায়েবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। স্বাগত বক্তব্য রাখেন সুজন ফেনী জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। সুজনের জেলা যুগ্ম সম্পাদক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের, রেডক্রিসেন্ট ফেনীর সদস্য সচিব মেজবাহ উদ্দিন সাঈদ।
এ ছাড়াও বক্তব্য দেন- ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী, জেএসডি নেতা মাস্টার হিরা লাল চক্রবর্তী, জামায়াতে ইসলামীর নেতা আবদুর রহিম, বিএনপি নেতা ফজলুর রহমান বকুল, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, এনসিপি নেতা ওয়ালী উল্যাহ মানিক, এবি পার্টি নেতা ফজলুল হকসহ জেলার বিভিন্ন কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমরা চাই না, দেশে আর কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হোক। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে।
অনুষ্ঠানে সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ স্লোগানকে সামনে রেখে কেক কাটেন।
- এম. এমরান পাটোয়ারী/এমআই

