পাবনায় শহীদ ইয়ামিন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:০৬
ছবি : বাংলাদেশের খবর
পাবনায় শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকালে ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজ কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলা কেবল শরীরচর্চা নয়, এটি শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়ার সভাপতিত্বে প্রতিযোগিতায় উপস্থিত অতিথিদের বক্তব্য রাখেন শহীদ ইয়ামিনের পিতা মো. মহি উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর নুরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, কলেজের বিভিন্ন বিভাগের প্রফেসর, এসোসিয়েট প্রফেসর, সহকারী অধ্যাপক, শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষাকর্মী।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শফিক আল কামাল/এআরএস

