Logo

সারাদেশ

নীলফামারীতে পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের কর্মবিরতি

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:১০

নীলফামারীতে পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের কর্মবিরতি

ছবি : বাংলাদেশের খবর

  • সারাদেশের ন্যায় তিন দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতেও সরকারি কলেজের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার (১৬ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে এই কর্মসূচি।

  • নীলফামারী সরকারি কলেজে দাবী বাস্তবায়নে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে।

    কর্মসূচিতে প্রভাষকরা দ্রুত মামলা নিষ্পত্তি, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০০০ বিধি অনুযায়ী কলেজগুলোর জাতীয়করণের তারিখ থেকে ক্যাডারভুক্তির নিয়মিতকরণের অবৈধ প্রজ্ঞাপন বাতিল এবং দ্রুত প্রভাষকের পদোন্নতির সরকারী প্রজ্ঞাপন জারির দাবি জানান।

    বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের সদস্য সচিব ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক বলেন, ‘৩২-২৭তম ব্যাচ পর্যন্ত যোগ্য প্রভাষকদের পদোন্নতি আজও হয়নি। সামাজিকভাবে তারা মর্যাদা হারাচ্ছেন। আমরা কেন পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছি, তা আমাদের জন্য অমীমাংসিত। আমরা চাই, দ্রুত আমাদের ন্যায্য দাবি পূরণ করা হোক।’

    কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্বায়ক আরবী বিভাগের প্রভাষক ড. মো. ফরহাদ উল ইসলাম। তিনি বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। নো প্রোমোশন, নো ওয়ার্ক—এই নীতিতেই আমরা এগুচ্ছি।’

    এ সময় উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের সদস্য সচিব উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোনাব্বেরুল হাসান প্রমুখ।

    উল্লেখ্য, নীলফামারীর পাঁচটি সরকারি কলেজে ৬৮ জন প্রভাষক পরিষদের আওতায় রয়েছেন।

    তৈয়ব আলী সরকার/এআরএস

  • প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

    কর্মবিরতি

    Logo
    সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর