পঞ্চগড়-২ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন শিশির আসাদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:১১
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ ( বোদা ও দেবীধস) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হতে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করছেন এস. এম আসাদুল্লাহ (শিশির আসাদ)। বোদা উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী।
শনিবার (১৫ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব।
শিশির আসাদ পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের তাসেরপাড়া এলাকার মাওলানা নুরুল ইসলামের ছেলে।
তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই শিশির আসাদ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। করছেন লেখালেখি। এলাকায় লেখক হিসেবেও বেশ সুপরিচিত তিনি।
রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে পঞ্চগড়-২ আসনে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুদৃঢ় করতে কাজ করছেন নিরলসভাবেই।
মনোনয়ন প্রসঙ্গে শিশির আসাদ বলেন, আলহামদুল্লিাহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পঞ্চগড়-২ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি চাই, রাজনীতি হোক সেবা ও উন্নয়নের হাতিয়ার। এ কারণেই বোদা ও দেবীগঞ্জের মানুষের পাশে থাকাকে দায়িত্ব মনে করে রাজনীতিতে জড়িয়েছি। তরুণদের নেতৃত্বে আমরা আমাদের নির্বাচনী এলাকাকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও সম্প্রীতির মডেল সমাজে রূপান্তরিত করব।
- এসকে দোয়েল/এমআই

