আমার নির্বাচনী এলাকায় কোনো মাদকসেবী দেখতে চাই না : লুৎফুজ্জামান বাবর
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৪১
ছবি : বাংলাদেশের খবর
আমার নির্বাচনী এলাকায় কোনো মাদকসেবী দেখতে চাই না বলে মন্তব্য করেছেন নেত্রকোণা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
রোববার (১৬ নভেম্বর) নেত্রকোণার মদন উপজেলার বিভিন্ন গ্রামে ও শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, গত কয়েক বছরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে মাদক ও জুয়ায় ভরে গেছে। আমি আমার নির্বাচনী এলাকায় মাদক দেখতে চাই না। কোনো মাদকসেবীও দেখতে চাই না।
মনোনয়ন পেয়ে শুক্রবার (১৩ নভেম্বর) প্রথম নিজ এলাকায় আসেন তিনি। ওইদিন মদন উপজেলার পাবলিক হল মুক্তমঞ্চে লুৎফুজ্জামান বাবরকে গণসংবর্ধনা দেওয়া হয়। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজারে গণসংযোগ করে ধানের শীষে ভোট চান তিনি।
- নিজাম তালুকদার/এমআই

