মিঠাপুকুরে ভুল বীজে কৃষকের স্বপ্ন ভঙ্গ
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:২৮
ছবি : বাংলাদেশের খবর
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া গ্রামের কৃষকরা ভুল বীজের কারণে শীতকালীন সবজি চাষে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন।
কৃষকরা জানান, তারা নিঞ্জা জাতের ভালো বীজের চারা চেয়েছিলেন, কিন্তু নতুন কোম্পানি রাফিদ সীডস্ বীজের চারা প্রদান করে। যা কম ফলনশীল ও কৃষকের প্রত্যাশা পূরণে অযোগ্য।
কৃষকরা জানান, বীজের চারা রোপণের পর যথাযথ পরিমাণ সার, কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করা হলেও গাছে ফলন হয়নি। ফলে ফুলকপি ও অন্যান্য শীতকালীন সবজি চাষে তাদের স্বপ্ন ভঙ হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক নুরুজ্জামান বলেন, ‘৩০ শতক জমিতে ৫০–৫৫ হাজার টাকা খরচ করেও ফলন হয়নি। আমাদের স্বপ্নই ভেঙে গেছে। সঠিক বিচার চাই।’
আরেক কৃষক সাদ্দাম বলেন, ‘নিঞ্জা জাতের চারা চাইলে নতুন কোম্পানির চারা দেওয়া হয়। গাছ আছে, ফল নেই, আর কিছু ফল আসলেও ফুটি যাচ্ছে। একশর বেশি চাষি এই ক্ষতির মুখোমুখি হয়েছেন।’
কৃষি উপ-সহকারী শাহিন মিয়া জানান, এটি সম্পূর্ণ বীজ বাহিত সমস্যা। সমস্যা যাচাইয়ের জন্য গাছগুলো কৃষি গবেষণা ল্যাবে পাঠানো হয়েছে।
মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। অনুমোদনবিহীন বীজ বিক্রি ঠেকাতে বাজার মনিটরিং জোরদার করা হবে।’
স্থানীয় কৃষকরা বলছেন, নকল বীজের কারণে মৌসুমী সবজি উৎপাদনের স্বপ্ন ভেঙে গেছে। বিনিয়োগের টাকা ফিরে আসবে কি না তা নিয়েও তারা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
রাখিবুর হাসান রাখিব/এআরএস

