Logo

সারাদেশ

এমরান সালেহ প্রিন্স

দেশকে গভীর সঙ্কটে ফেলতে ষড়যন্ত্র করছে জামায়াতে ইসলামী

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৮:০৩

দেশকে গভীর সঙ্কটে ফেলতে ষড়যন্ত্র করছে জামায়াতে ইসলামী

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের নশুল্লা বাজারে জনসংযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা, জনকল্যাণমূলক পরিকল্পনা এবং হালুয়াঘাট-ধোবাউড়া অঞ্চলে আলোকিত উন্নয়ন বাস্তবায়নের জন্য নিজের পরিকল্পনা সম্বলিত লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন।

এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, জামায়াতে ইসলামী দেশকে গভীর সঙ্কটে ফেলতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, সংবিধানের অপব্যাখ্যা দিয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ, শপথ ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এককভাবে তারা নির্বাচন করলে দুইটির বেশি আসন পায়নি, তবু চারবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা দলের জনপ্রিয়তাকেও তারা প্রশ্নবিদ্ধ করতে চায়।

পথসভায় প্রিন্স আরও বলেন, “গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে যখন ঐক্য আরও মজবুত করা প্রয়োজন, তখন তারা নন-ইস্যু তৈরি করে ঐক্যে ফাটল ধরাচ্ছে। পিআর ও গণভোট নিয়ে ব্যর্থ হওয়ার পর তারা সংবিধানের অপব্যাখ্যা দিয়ে নির্বাচন, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেস্টাদের নিয়োগ ও শপথ নিয়ে বিতর্ক তোলার চেষ্টা করছে। তারা ঘোষণা দিয়েছে যে ‘২৬ সালের জাতীয় নির্বাচনের আইনি কোনো ভিত্তি নেই’ এবং স্বঘোষিত নির্বাচন-বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।”

তিনি জনগণকে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং বলেন, “সকল প্রতিকূলতা পার হওয়ার পর ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হবে।” নেতাকর্মীদের প্রতি তিনি ঘরে ঘরে জনসংযোগ করার মাধ্যমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করার আহবান জানান।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম চেয়ারম্যান শফিকুর রহমান, স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান খোকন, কৃষক দলের উপজেলা সভাপতি অনোয়ার হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন, ইউনিয়ন বিএনপি নেতা আবদুল হাই, বিএনপি নেতা আবদুল জব্বার খান, আবুল কালাম, আমিনুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

রাতের সময় প্রিন্স ধোবাউড়া উপজেলার পুরকান্দুলিয়া ইউনিয়নের চাঁন্দের নগর মাদ্রাসায় ইসলামী সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

উমর ফারুক আকাশ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর