Logo

সারাদেশ

মহিপুরে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৮

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৮:২৭

মহিপুরে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৮

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালী জেলার মহিপুর থানায় ডেঙ্গুর পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। ক্রমবর্ধমান রোগীর সংখ্যা ও মৃত্যুর ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

রোববার (১৬ নভেম্বর) সকালে লতাচাপলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে মশার লার্ভা ধ্বংসের জন্য ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার নিজেই ফগার মেশিন কাঁধে তুলে ফগিং কার্যক্রমে অংশ নেন।

সম্প্রতি ১০ নভেম্বর (সোমবার) রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মহিপুরের পরিচিত দর্জি শিশির দাস এবং আলীপুর কালাচাঁনপাড়া এলাকার ফার্মেসি ব্যবসায়ী উবাচোর মৃত্যু হয়েছে। এর আগে আরও ছয়জনের মৃত্যু নিশ্চিত হওয়ায় বর্তমানে মোট ডেঙ্গু-জনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক বলে জানান স্থানীয়রা।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘ইউনিয়নবাসীর স্বাস্থ্য সুরক্ষাই আমাদের প্রধান দায়িত্ব। আমরা ফগিং কার্যক্রম শুরু করেছি এবং প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেব।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হামিদ বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ফগিং, লার্ভিসাইড ব্যবহার, জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কর্মসূচি এবং চিকিৎসা সেবাকে সমন্বিতভাবে পরিচালনা করছি। সবাইকে ঘরের আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, ‘অনেকে জ্বরকে সাধারণ অসুস্থতা মনে করে চিকিৎসা নিতে দেরি করছেন, যা ঝুঁকি বাড়াচ্ছে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ওষুধ সেবন ও পর্যাপ্ত পানি গ্রহণেও সচেতন হতে হবে।’

জাকারিয়া জাহিদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর