Logo

সারাদেশ

বগুড়ায় ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

Icon

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৮:৪২

বগুড়ায় ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার ধুনট উপজেলায় ২১০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ি মধ্যপাড়া এলাকা থেকে তাদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাবতলি উপজেলার তল্লাতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাগর মিয়া (৩৬) এবং একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে যোবায়ের আল মাহমুদ (২৬)।

ধুনট থানার এসআই মোকলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় দুই ব্যক্তি মাদক বেচাকেনা করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। দেহ তল্লাশির সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

  • মিনহাজ উদ্দিন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর