টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সর্বাত্মক উদ্যোগ নেবে বিএনপি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ২০:২৪
ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত সংসদ প্রার্থী ও কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের সম্পদ নয়, এটি দেশের ঐতিহ্য ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের ভাণ্ডার। হাওরের সঙ্গে সরাসরি জড়িত হাওরপারের মানুষের জীবন ও জীবিকা। এছাড়া হাওরাঞ্চল দেশের মিঠাপানির মাছ, পাখি ও জলজ উদ্ভিদের অন্যতম অভয়াশ্রম।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের লামাগাঁও বাজারে আয়োজিত পথসভায় তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত দখল ও বাণিজ্যিক স্বার্থের কারণে টাঙ্গুয়ার হাওর বিপর্যয়ের মুখে।
তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে হাওরকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পুনরুদ্ধারে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে।
আনিসুল হক বলেন, হাওরপারের নারী ও পুরুষদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করা হবে। বিকল্প কর্মসংস্থান ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এছাড়া হাওরের কৃষি, মৎস্য, পর্যটন ও জীববৈচিত্র্যের সঙ্গে মানুষের কল্যাণ ও জীবনযাত্রার সমন্বয় নিশ্চিত করতে বাঁধ ব্যবস্থাপনার সংস্কার করা হবে। বিএনপি ক্ষমতায় এলে পরিবারের সিনিয়র সিটিজেনদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাবেন।
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাওরপাড়ের বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আব্দুল হালিম/এআরএস

