বোয়ালমারীতে ছাত্রদল নেতা ফিরোজ মোল্যার ওপর যুবলীগ নেতার হামলা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:২৩
ফরিদপুরের বোয়ালমারীতে নববধূকে দেখতে যাওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে মারাত্মকভাবে আহত দাদপুর ইউনিয়ন ছাত্রদলের সহসম্পাদক ফিরোজ মোল্যা একটি চোখের দৃষ্টি হারানোর ঝুঁকিতে আছেন।
ঘটনা ঘটেছে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে। এ ঘটনায় ফিরোজ মোল্যা (২৬) বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, প্রতিপক্ষ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. ওহিদ মোল্যার বিয়ের পর নববধূকে দেখতে শনিবার (১১ নভেম্বর) বিকেলে ফিরোজ মোল্যার মা ও ভাবি তার বাড়িতে যান। বাড়ির উঠানে উঠতেই ফিরোজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকার কারণে তাদের অপমান করে বের করে দেওয়া হয়। বাড়িতে ফিরে তারা বিষয়টি ফিরোজকে জানালে তিনি সন্ধ্যায় ঘটনাটি জানতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়।
এক পর্যায়ে ওহিদ মোল্যা, জাহিদ মোল্যাসহ অভিযুক্তরা রামদা, শাবল, হাতুড়ি ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে ফিরোজের ওপর চড়াও হয়। হামলায় গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তার এক চোখ উপড়ে ফেলারও চেষ্টা করে।
ফিরোজের চিৎকারে তার চাচাতো ভাই আবুল বাশার, মা ও ভাবি এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। ফিরোজ জানান, তাকে বাঁচাতে এগিয়ে আসায় আবুল বাশারকে রামদা দিয়ে কোপ দিলে তিনি মাথায় গুরুতর জখম হন। একই সময় ফিরোজের মা ও ভাবিকেও মারধর করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। তাদের পরিহিত স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আইএইচ/

