ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড় করানো ডি-লিংক পরিবহনের যাত্রী পরিবহনকারী বাসে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। ছবি : বাংলাদেশের খবর
ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড় করানো ডি-লিংক পরিবহনের যাত্রী পরিবহনকারী বাসে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ধামরাই উপজেলাগামী সড়কের ১০০ গজ দূরে বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। পরে প্রায় ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বাসটি সেখানে পার্কিং করা হয়। পরে রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে তিনজন ব্যক্তি বাসের কাছে এসে জানালা ভেঙে গানপাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা পালিয়ে যায়। আশপাশের লোকজন পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।
ডি-লিংক বাসের নৈশপ্রহরী ফারুক বলেন, রাত ১০টার দিকে ঢুলিভিটার দিক থেকে দুইটি মোটরসাইকেল আসে। তারা প্রথমে বাসে ইট মারে, এরপর গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়। আমরা আগুন দেখে গিয়ে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে থানা ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, রাত ১০টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস গানপাউডারের নমুনা দেখতে পায়। ১৫ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রাত ১০টা ২০ মিনিটের দিকে ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে লিংক রোডে প্রায় ১০০ গজ দূরে একটি পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এমবি

