ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোমান বহিষ্কার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৫
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় কমিটি।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কারণে খাইরুল ইসলাম রোমানকে জেলা ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেছেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলা এবং কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় খাইরুল ইসলাম রোমান বলেন, ‘আমি ১৮ বছর ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। দল যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি মাথা পেতে নিয়েছি। দলের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য।’
ফরিদপুর জেলা ছাত্রদলের সহসভাপতি আরিফীন কায়েছ মাহমুদ বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তে রোমানকে বহিষ্কারের বিষয়টি জানতে পেরেছি।’
অপূর্ব অসীম/এমবি

