Logo

সারাদেশ

‘মাদক ব্যবসার প্রতিবাদ করায়’ মা-ছেলেকে হত্যা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:০৩

‘মাদক ব্যবসার প্রতিবাদ করায়’ মা-ছেলেকে হত্যা

কুমিল্লা সদর উপজেলায় ‘মাদক ব্যবসার প্রতিবাদ করায়’ মা ও তার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় চলমান মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন বসন্তপুর গ্রামের কামাল। এ ঘটনার জেরে প্রতিবেশী বিল্লাল তার ওপর অতর্কিতে হামলা করে। ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপে কামাল ঘটনাস্থলেই মারা যান। চিৎকার শুনে এগিয়ে আসলে কামালের মাকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করে বিল্লাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় কামালের মায়ের পেট ফেটে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজন ও স্থানীয়রা বিল্লালের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। হামলাকারী বিল্লালকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছুরিকাঘাত হত্যা / খুন মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর