Logo

সারাদেশ

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৩:২৬

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

তবে ব্যাংক ম্যানেজার ও নৈশপ্রহরীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়া থেকে রক্ষা পেয়েছে শাখাটি।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রোল ছিটিয়ে ব্যাংকের মূল ফটকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের ভেতরে অবস্থানরত শাখা ম্যানেজার মাসুদ রানা ও নৈশপ্রহরী বিষয়টি দ্রুত টের পেয়ে পানি ও বালু ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ম্যানেজার মাসুদ রানা বলেন, রাত ৩টার দিকে নৈশপ্রহরী আমাকে জানায় বাইরে আগুন লেগেছে। আমরা সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং বড় ক্ষতি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও জানান, অগ্নিসংযোগে ব্যাংকের মূল ফটকের নামফলক এবং বারান্দার কিছু আসবাবপত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র বা অভ্যন্তরীণ কাঠামোর কোনো বড় ক্ষতি হয়নি। এ ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ধুনট থানার ওসি মোহাম্মদ সাইদুল আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গভীর রাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

জুয়েল হাসান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর