Logo

সারাদেশ

কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর গেটে ককটেল বিস্ফোরণ

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:০০

কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর গেটে ককটেল বিস্ফোরণ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর প্রধান গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে প্রতিষ্ঠানটির নামফলকের একটি অংশ পুড়ে যায়। সোমবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর নিরাপত্তা কর্মী সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা গেটে ককটেল নিক্ষেপ করে। শব্দ শুনে বাইরে এসে দেখি নামফলকে আগুন জ্বলছে। পরে আমরা দ্রুত আগুন নিভিয়ে দিই।’

নিরাপত্তা কর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার হরতকিতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত এই শিল্প পার্কে একদল দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) অপারেশন জুবায়ের আহমেদ বলেন, ‘একটি বোতলে পেট্রোল ও ঝুটের খণ্ড ভরে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে নিক্ষেপ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিস্ফোরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর