ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জে গভীর রাতে দুর্বৃত্তরা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৪টার দিকে শহরের গাইটাল এলাকায় এই ঘটনা ঘটে। আগুনের ঘটনায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্র জানায়, সিভিল সার্জন কার্যালয়ের সামনে সাধারণত অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে থাকত। রাতের সময় একই স্থানে থাকা অবস্থায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে গেছে।’
স্থানীয়রা জানায়, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এআরএস

