Logo

সারাদেশ

জয়পুরহাটে হাসিনার ফাঁসির রায়ে বিএনপির আনন্দ মিছিল

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:৩৬

জয়পুরহাটে হাসিনার ফাঁসির রায়ে বিএনপির আনন্দ মিছিল

ছবি : বাংলাদেশের খবর

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ায় জয়পুরহাটে জেলা বিএনপি আনন্দ মিছিল করেছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় শহরের স্টেশন রোড়ের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, এম এ ওহাবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীমের নেতৃত্বে একটি আনন্দ মিছিলও বের করা হয়। নেতারা জানান, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানানো হয়।

এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মাহফুজ রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ হাসিনা মামলা বিএনপি জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর