ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা রবি গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:৫৪
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে কম্বোডিয়াপ্রবাসী মাহবুল হত্যার মামলার প্রধান আসামি, বিএনপি নেতা রবিউল ইসলাম রবিকে র্যাব গ্রেপ্তার করেছে। রোববার (১৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রবিউল ইসলাম রবির বাড়ি সদর উপজেলার পদ্মকর ইউনিয়নের কালা গ্রামে। তিনি পদ্মকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মৃত সাত্তার মোল্লার ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রবাসী মাহবুল হত্যা মামলার প্রধান আসামি শহরের আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে সদর থানায় সোপর্দ করা হয়েছে।’
প্রসঙ্গত, গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে কম্বোডিয়াপ্রবাসী মাহবুল হোসেন (৪০) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে রবিউল ইসলাম রবিসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।
এম বুরহান উদ্দীন/এআরএস

