Logo

সারাদেশ

কুমিল্লায় ওয়ান ডে অ্যাডভান্স মেকআপ ক্লাসে অংশ নিলেন নারী উদ্যোক্তারা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:১৯

কুমিল্লায় ওয়ান ডে অ্যাডভান্স মেকআপ ক্লাসে অংশ নিলেন নারী উদ্যোক্তারা

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লায় বিউটি সিগনেচার বাই নুপুর-এর উদ্যোগে ওয়ান ডে অ্যাডভান্স মেকআপ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বয়সের নারী উদ্যোক্তা ও সৌন্দর্যবিষয়ক শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের সুপরিচিত চিত্রনায়িকা রোজিনা। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, ‘নারীদের দক্ষতা বৃদ্ধি আজকের সময়ের অন্যতম বড় প্রয়োজন। বিউটি সেক্টর এখন একটি বড় শিল্প। সঠিক প্রশিক্ষণ নিয়ে এগিয়ে গেলে নারীরা নিজেদের কর্মসংস্থান নিজেই তৈরি করতে পারেন।’

ক্লাসে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল বিউটি আর্টিস্ট মাসুদ খান। তিনি আধুনিক ও অ্যাডভান্সড মেকআপ টেকনিক, ব্রাইডাল লুক, কালার ম্যাচিং এবং সরঞ্জাম ব্যবহারের গুরুত্বপূর্ণ দিকগুলো হাতে-কলমে প্রশিক্ষণ দেন। ক্লাসে মডেল হিসেবে ছিলেন দিশা মনি।

অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন সালমা ইসলাম নুপুর এবং বি এস বি এন যুব মহিলা সংগঠন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট ফারজানা স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মামুনুর রশিদ, উদ্যোক্তা হাসিনা আক্তারসহ আরও অনেকে।

দিনব্যাপী ক্লাস শেষে অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট বিতরণ করা হয়। এছাড়া যারা আয়োজনের সহযোগিতা করেছেন তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, নারীর ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর