Logo

সারাদেশ

ধামরাইয়ে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল মহড়া

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:২৪

ধামরাইয়ে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল মহড়া

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার ধামরাইয়ে দাঁড় করানো যাত্রী পরিবহনকারী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া করেছেন।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ধামরাই ঢুলিভিটা থেকে শুরু হওয়া মহড়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুরে শেষ হয়। এতে বিএনপির বিভিন্ন সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মহড়ার সময় অংশগ্রহণকারীরা ’বাসের মধ্যে আগুন কেনো, খুনি হাসিনা জবাব দে’, ’আওয়ামী লীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।

মোটরসাইকেল মহড়ায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন দিপু, পারভেজ পাঠান, ছাত্রদল নেতা সাব্বির রহমান, সোহাগ দেওয়ান বাবুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর