Logo

সারাদেশ

ভাঙ্গায় কঠোর নজরদারি চেকপোস্টে তল্লাশি জোরদার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:১৬

ভাঙ্গায় কঠোর নজরদারি চেকপোস্টে তল্লাশি জোরদার

বাংলাদেশের খবর

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরের দিন মঙ্গলবার সকাল থেকেই ফরিদপুরের ভাঙ্গায় চলছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ সন্দেহভাজন যানবাহনগুলোতে তল্লাশি শুরু করে। তবে মহাসড়কে সার্বিক যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির স্থিতি বজায় রাখতে ভাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।

সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল। সকাল ১০টা ৩০ মিনিটে সাংবাদিকদের তিনি বলেন, ‘গতকাল মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি থাকায় ভাঙ্গায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলাম। সেই ধারাবাহিকতায় আজও কঠোর নিরাপত্তা বলবৎ রয়েছে। সেনাবাহিনী ও বিজিবিসহ সব বাহিনী মাঠে মোতায়েন আছে। সন্দেহভাজন যানবাহনগুলোতে তল্লাশি চলছে, যাতে কোথাও কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়-সেজন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।’

এখন পর্যন্ত ভাঙ্গার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলার প্রধান পয়েন্টগুলোতে টহলরত বাহিনীর উপস্থিতি এলাকাবাসীর মাঝেও স্বস্তি ফিরিয়েছে।

ইমরান মুন্সী/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর