Logo

সারাদেশ

বান্দরবানে এনসিপি নেতাসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৫৭

বান্দরবানে এনসিপি নেতাসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

বাংলাদেশের খবর

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা নির্মাণ ও পাহাড় কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে বাধা দেয়ায় এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক রুমেলসহ (২৫) ১১ জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

একইসাথে এ মামলায় আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) লামা থানায় মামলা দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।

মামলায় অন্যান্য আসামিরা হলেন এবি ওয়াহিদ (৫০), মিজবাহ উদ্দিন মিন্টু (৪৮), মো. মহিউদ্দিন (৪০), শওকত ওসমান (৪০), খাইয়ের উদ্দিন মাস্টার (৫০), মুজিবুল হক চৌধুরী (৫০), মিজান, জলিল, আলম মেম্বার ও জহির।

পরিবেশ পরিদর্শক মো. নুর উদ্দিন জানান, ‘ইটভাটায় অভিযানের সময় এলাকার মানুষরা কাফনের কাপড় পরে শুয়েছিল। পরে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এর আদালত আর অভিযান করতে পারে নাই। সেখানে স্থানীয়সহ এনসিপি নেতাও জড়িত ছিল। ম্যাজিস্ট্রেট এর নির্দেশ অনুযায়ী এ মামলা করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফাইতং ইউনিয়নে অনুমোদন ছাড়াই ৩১টি ইটভাটার কার্যক্রম চলছে। এসব ইটভাটার মধ্যে এ বছর প্রায় ২৫টির কার্যক্রম চালু হয়। এর মধ্যে পাঁচ-ছয়টি ইটভাটার চুলায় আগুন দেওয়া শুরু হয়েছে। ইটভাটার মালিকেরা পাহাড় ও বর জঙ্গল কেটে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছেন বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, গত রোববার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুয়ানউল ইসলামের নেতৃত্বে অবৈধ ইটভাটা ও পাহাড় কাটাসহ পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গেলে ইটভাটা মালিকপক্ষের লোকজন রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন। এসময় অভিযানের উদ্দেশ্যে আসা পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের গাড়ি বহরের সামনে কাফনের কাপড় পড়ে সড়কে শুইয়ে প্রতিবাদ করে ইটভাটার শ্রমিকরা। পরে প্রশাসনে লোকজন বাঁধার মুখে পড়ে অভিযান বাদ দিয়ে চলে যায়।

এ বিষয়ে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা ফাইতং এর অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে যাই। কিন্তু অভিযানের সময় এনসিপির এক নেতাসহ ইটভাটার মালিকপক্ষের লোকজন বাঁধা দেয়। তাদের অনেক বুঝানো হলেও তারা আমাদের কথা কর্ণপাত না করে অভিযান পরিচালনা করতে দেয় নাই। অভিযানে ব্যর্থ হয়ে আমরা সেখান থেকে চলে আসি।

তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় কাজে বাঁধা দেওয়ার অপরাধে ১১ জনের নাম উল্লেখ করে আরো ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আগামীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোহেল কান্তি নাথ/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর