Logo

সারাদেশ

মাগুরায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৩:০৯

মাগুরায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

বাংলাদেশের খবর

মাগুরার মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজ সংলগ্ন গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে এ নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, ‘রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা ব্যাংকের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন, ‘কে বা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে অফিসে আগুন দিয়েছে। এতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।’

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে সারাদেশে উত্তেজনা ও নাশকতার আশঙ্কা বাড়ছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, এই উত্তপ্ত পরিস্থিতিতে মহম্মদপুরের গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনাটিও হয়ত চলমান নাশকতার ধারাবাহিকতার অংশ হতে পারে।

তাছিন জামান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর