Logo

সারাদেশ

টিকটকে ‘জয় বাংলা’ স্লোগান প্রচার, ফেনীতে ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৪:০৪

টিকটকে ‘জয় বাংলা’ স্লোগান প্রচার, ফেনীতে ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

বাংলাদেশের খবর

ফেনীর পরশুরামে সাবেক প্রধানমন্ত্রী মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা মামলার রায় কে কেন্দ্র করে টিকটকে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে ভিডিও প্রচার করার অভিযোগে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কামরুল হাসান (১৯) উপজেলার দক্ষিণ কেতরাঙা গ্রামের সুজায়েত আলীর ছেলে। সোমবার গভীর রাতে থানার একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন প্রবীণ মুরুব্বি জানান, ‘৫ আগস্টের আগে কামরুল ছাত্রলীগের কর্মী হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিল।’

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সামাজিক মাধ্যমে উসকানিমূলক বা উত্তেজনাকর কোনো কনটেন্ট ছড়ানো আইনবিরোধী। অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

গ্রেপ্তারকৃতকে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে। 

এম. এমরান পাটোয়ারী/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর