Logo

সারাদেশ

শেরপুরে মামার বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৪:২০

শেরপুরে মামার বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশের খবর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামের মামার বাড়ির একটি ঘর থেকে আব্দুল হামিদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আব্দুল হামিদ নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। সে তার বাবার মৃত্যুর পর একই উপজেলার সিধুলি গ্রামের মামা রিয়াজত আলী ফকিরের বাড়িতে বসবাস করে আসছিলো। 

পুলিশ ও পারাবারিক সূত্রে জানা যায়, আব্দুল হামিদের বাবা মারা যাওয়ার পরে তার মা অন্যত্র বিয়ে করে আলাদা সংসার শুরু করেন। এরপর হামিদ নানার বাড়িতেই থাকতো। পরবর্তীতে কর্মের তাগিদে নরসিংদীতে গিয়ে সেখানেই কাজ করতেন। প্রায় এক মাস আগে নালিতাবাড়ীর সিধুলী গ্রামে মামা রিয়াজত আলী ফকিরের বাড়িতে আসে এবং সেখানেই অবস্থান করছিলেন।

পরিবারের লোকজন জানান, মঙ্গলবার সকালে বাড়ির লোকজন আব্দুল হামিদকে ঘরের আড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আমরা ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’

শাহরিয়ার শাকির/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর