Logo

সারাদেশ

ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৪:৪৩

ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর পরশুরাম উপজেলার মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে (১৭ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়েত আক্তার নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, কুন্ডেরপাড়-কালিরবাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগ পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতেই হঠাৎ অভিযান চালানো হয়।

অভিযানের সময় বালু উত্তোলনে ব্যবহৃত মোটর ও ফাইভ জব্দ করা হলেও উত্তোলনকারীরা প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফায়েত আক্তার নূর বলেন, ‘নদী দখল ও পরিবেশ ধ্বংসকারী কোনো অবৈধ কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’

  • এম. এমরান পাটোয়ারী/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর