Logo

সারাদেশ

যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই চেষ্টা, ৩ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:২২

যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই চেষ্টা, ৩ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুরে যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করার সময় তিন যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে খামারকান্দি ইউনিয়নের বোয়ালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন- জীবন, সাজু ও সম্রাট। তাদের সবার বাড়ি দুবরিয়া গাড়ি এলাকায়। ছিনতাইকারী দলের চারজনের মধ্যে একজন পালিয়ে যায়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ধুনটের উল্লাপাড়া এলাকা থেকে যাত্রীবেশে দুই যুবক একটি অটোরিকশায় ওঠে। শেরপুরের পথে সালফা এলাকায় আরও দুজন তাদের সঙ্গে যোগ দেয়। পরে পরিকল্পনামাফিক গজারিয়া রোডের নির্জন স্থানে অটোরিকশা থামিয়ে চালককে মারধর করে গাড়িটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে তারা।

এ সময় আহত চালকের চিৎকার শুনে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে একটি সিএনজি নিয়ে তাদের পিছু ধাওয়া করেন। পরে গজারিয়া এলাকায় গিয়ে তিনজনকে আটক করে গণধোলাই দেন এবং পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক একজনকে ধরতে অভিযান চলছে।’

  • মো. আব্দুল ওয়াদুদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক ছিনতাই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর