আদর্শ সমাজ গঠনে নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব অপরিহার্য : শিবির সভাপতি
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৭:১৩
ছবি : বাংলাদেশের খবর
আদর্শ সমাজ গঠনে নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব অপরিহার্য, সেই লক্ষ্যে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ভোলার চরফ্যাসনের ব্রজগোপাল টাউন হল মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা উপশাখার প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, আদর্শ সমাজ গঠনে সুসংগঠিত দাওয়াত, শক্তিশালী প্রশিক্ষণ ও নৈতিক নেতৃত্ব অপরিহার্য। শিক্ষাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশ, নৈতিক চরিত্র গঠন ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠায় ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
শিবির সভাপতি বলেন, সময় অপচয় বন্ধ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে এগিয়ে যেতে হবে। ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনে আল্লাহর রহমতে আমরা বিজয় লাভ করেছি। ধৈর্য ও সাহসিকতার সঙ্গে দ্বীনের কাজ করে গেলে আসন্ন জাতীয় নির্বাচনেও ইনশাল্লাহ বিজয় অর্জিত হবে।
সমাবেশে ভোলা জেলা ছাত্রশিবির সভাপতি জসিমউদ্দীনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ভোলা-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, ভোলা-৩ আসনে জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসাইন, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, জামায়াতের উপজেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিববুল্লাহ।
চরফ্যাসনের ২১টি ইউনিয়ন থেকে সহস্রাধিক প্রতিনিধি এতে অংশ নেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চরফ্যাসন ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান সজিব ও উপজেলা সেক্রেটারি সাইফুল ইসলাম।
- এম ফাহিম/এমআই

