Logo

সারাদেশ

শ্রীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৮

শ্রীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকার সারোয়ার হোসেনের মালিকানাধীন  ঝুট গুদামে আগুন লাগে।

খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং গুদামের ভেতরে থাকা সব ঝুট মালামাল পুড়ে যায়। এছাড়া গুদামে থাকা তিনটি গরুও আগুনে পুড়ে মারা যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, ‘রাত ১২টার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।’

সোহেল/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর