Logo

সারাদেশ

গাজীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু : হাসপাতাল সিলগালা

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৮:২৩

গাজীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু : হাসপাতাল সিলগালা

গাজীপুরের কালিয়াকৈরে ভুল চিকিৎসার কারণে প্রসূতি পিংকি মালোর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর প্রশাসনিক সিদ্ধান্তে অবৈধভাবে পরিচালিত ‘দেওয়ান ডিজিটাল হাসপাতাল’ সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমানের নির্দেশে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া মুনমুন।

দীর্ঘদিন ধরেই ক্লিনিকটিতে ভুল চিকিৎসা, চিকিৎসায় অবহেলা এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া হাসপাতাল পরিচালনার অভিযোগ স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। হাসপাতাল ও ক্লিনিক স্থাপন নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্রই ছিল না।

গত সপ্তাহে বোয়ালী ইউনিয়নের মাঝিপাড়া এলাকার প্রসূতি পিংকি মালো প্রসববেদনা নিয়ে ক্লিনিকটিতে ভর্তি হন। অভিযোগ অনুযায়ী, কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাকে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তার অবস্থা দ্রুত সংকটাপন্ন হয়ে পড়ে।

পরবর্তীতে ক্লিনিক কর্তৃপক্ষ দায় এড়াতে তাকে অন্য হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার আগেই পথেই তার মৃত্যু হয়।

প্রসূতির পরিবারের দাবি অভিজ্ঞতা ও অনুমোদনহীন চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই পিংকির মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ বলেন, ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় অবৈধভাবে পরিচালিত এই হাসপাতালটি সিলগালা করা হয়েছে। স্বাস্থ্যসেবার নামে জনগণের সঙ্গে প্রতারণা বা ঝুঁকিপূর্ণ চিকিৎসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এমন অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মো. দেলোয়ার হোসেন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর