Logo

সারাদেশ

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৪:৫৮

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ছবি : সংগৃহীত

গাজীপুরে বাঘেরবাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর বাঘেরবাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানায়, নগরীর বাঘের বাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি। তবে ওই কারখানার শেড, কয়েল ও কয়েলের ট্রলি পুড়ে গেছে বলে জানা গেছে।

  • ডিআর/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর