Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৫:৫০

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্মগঞ্জ ঢালীপাড়া বাজারের সামনে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানার বিভিন্ন স্থানে এখনও ধোঁয়া বের হচ্ছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, দুইটি ইউনিট অক্লান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি জানান, প্লাস্টিক কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ইমতিয়াজ আহমেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর