Logo

সারাদেশ

চট্টগ্রাম-৪

কাজী সালাউদ্দিনের সমর্থনে বিএনপির মিছিল

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৫:৫৮

কাজী সালাউদ্দিনের সমর্থনে বিএনপির মিছিল

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিনের সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় উত্তর কাট্টলীর সিটি গেইট এলাকা থেকে সিডিএ প্রভাতী স্কুলের সামনে থেকে মিছিল শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাড়ি দিয়ে নগরের অলংকার মোড়ে শেষ হয়। মিছিলে হাজারো নেতাকর্মী ধানের শীষের স্লোগানে মুখরিত করেন।

অলংকার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে কাজী সালাউদ্দিন বলেন, আমি আপনাদের সন্তান। আপনারা যে ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতা দিয়েছেন, তা নিয়ে সামনে এগোতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য।’

তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন দেশ গড়তে চাই, যেখানে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অবহেলা বা নির্যাতনের শিকার হতে হবে না। বিএনপি সরকার ক্ষমতায় এলে বর্ণ ও ধর্ম নির্বিশেষে সবার মর্যাদা নিশ্চিত হবে।’

কাজী সালাউদ্দিন জানান, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে কোনো প্রশ্নই আসে না। কেন্দ্রীয় নির্দেশই আমার জন্য চূড়ান্ত। দলের সিদ্ধান্ত ছাড়া আমি এক পা-ও এগোব না।’

মিছিলে উপস্থিত ছিলেন—সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিন, এস এম সামসুদ্দোহা, ইদ্রিস মিয়া মনি, মঞ্জুর ইসলাম; মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর, সরোয়ার; চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার; আকবরশাহ থানার নেতা সাহেদ আকবর, হাবিবুর রহমান মাসুম, খালেদ সাইফুল্লাহ; উত্তর কাট্টলী ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির কুতুব উদ্দীন চৌধুরী, মীর মো. জাহাঙ্গীর, জামাল কোম্পানী, আনোয়ার হোসেন।

সাথে ছিলেন যুবদল ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী। মহিলা দলের পক্ষে উপস্থিত ছিলেন নেত্রী মীম ইসলামসহ অন্যান্যরা।

ধানের শীষকে বিজয়ের প্রতীক উল্লেখ করে নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে কাজী সালাউদ্দিনকে জয়যুক্ত করার আহ্বান জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর