পলাশে হামলা মামলায় যুবদল নেতার প্রতি কারখানা কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৬:০৯
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর পলাশের ডাঙ্গায় কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের কারখানায় হামলার ঘটনায় স্থানীয় যুবদল নেতা মনির উজ্জামান ওরফে মনির হোসেনকে প্রধান আসামি করে করা মামলা তুলে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারখানার হেড অব লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অফিসার মো. লিপন হোসেন।
তিনি জানান, চলতি বছরের ৩ জুলাই পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ‘কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড‘ ফ্যাক্টরিতে নদীপথে এসে একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা আহত হন।
প্রাথমিক তদন্তে সঠিক তথ্যের অভাবে ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামানকে প্রধান আসামি হিসেবে নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮–১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের পক্ষে মো. নুরুল ইসলাম খন্দকার পলাশ থানায় মামলাটি করেন।
পরবর্তীতে ঘটনা তদন্ত ও বিশ্লেষণ করে কারখানা কর্তৃপক্ষ বুঝতে পারেন, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তাদের অধিকাংশ এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। ভিডিও ফুটেজসহ অন্যান্য প্রমাণাদি বিশ্লেষণের মাধ্যমে স্পষ্ট হয়, স্থানীয় কিছু দুষ্কৃতকারীর মিথ্যা তথ্যের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছিল।
মো. লিপন হোসেন বলেন, মানবিক ও ন্যায়সঙ্গত দৃষ্টিকোণ থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যুবদল নেতা মনির উজ্জামানসহ যাদের বিরুদ্ধে মিথ্যাভাবে অভিযোগ আনা হয়েছিল, তাদের নিকট সাংবাদিকদের মাধ্যমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন কারখানা কর্তৃপক্ষ। তিনি জানান, এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হওয়া অনিচ্ছাকৃত এবং অনভিপ্রেত।
উল্লেখ্য, গত ৩ জুলাই শীতলক্ষ্যা নদী দিয়ে স্পীডবোট যোগে গিয়ে কারখানায় হামলা ও গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় যুবদল নেতা মনির উজ্জামানকে প্রধান আসামী করে মামলা হয় এবং তিনি গ্রেপ্তার ও দলীয় পদ থেকে বহিষ্কার হন।
সুমন রায়/এআরএস

