ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ৩ মাদকসেবী আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৬:৩৪
ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে মাদক ও নিষিদ্ধ ওষুধসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত মেইন পিলার ৩৮১ হতে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াডাংগী উপজেলার উদয়পুর মাহাতবস্তি এলাকায় টহল দল অভিযান চালায়।
এসময় তিনজনকে আটক করা হয়। তারা হলেন মো. রেজাউল (৩২), পিতা-মৃত নুর মোহাম্মদ, গ্রাম-বারসা, পোস্ট-হরিণমারী; আলী হোসেন (৫০), পিতা-মৃত আব্দুল মজিদ, গ্রাম-পারোয়া, পোস্ট-মোড়লহাট; এবং মো. হাকিম (২৪), পিতা-মৃত ছাবের আলী, গ্রাম-মোড়লবস্তি, পোস্ট-হরিণমারী। তিনজনই বালিয়াডাংগী থানার অধিবাসী।
অভিযানে টহল দল ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল জব্দ করে।
বিজিবি জানিয়েছে, আটক আসামিদের জব্দকৃত মাদকদ্রব্য, নিষিদ্ধ ওষুধ ও মোটরসাইকেলসহ আইনগত ব্যবস্থা নিতে বালিয়াডাংগী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় নিয়মিত এ ধরনের অভিযান অবৈধ কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আবু সালেহ/এআরএস

