শীতের আগমনে নড়াইলে লেপ–তোশকের চাহিদা বেড়েছে
কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৬:৫১
ছবি : বাংলাদেশের খবর
শীতের আমেজ শুরু হতেই নড়াইলে বাড়তে শুরু করেছে লেপ–তোশকের চাহিদা। ভোর থেকে রাত পর্যন্ত তুলা পরিষ্কার, বুনন ও সেলাইয়ের ধুম পড়ে গেছে কর্মশালাগুলোতে।
বুনন শেষে একের পর এক সারি করে সাজানো হচ্ছে রঙিন লেপ–তোশক। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বেড়েছে। ক্রেতার চাহিদা মাথায় রেখে বিভিন্ন আকার, তুলা ও নকশা অনুযায়ী তৈরি হচ্ছে এসব লেপ–তোশক। শীত মৌসুমে কারিগরদের কাজের চাপ বেশি হলেও, শীত পরবর্তী সময়ে কাজের কোনো চাপ থাকে না।
নড়াইলের লেপ–তোশক কারিগর তুষার মিত্র বলেন, ‘সকাল থেকে লেপ–তোশক সেলাই ও তুলা পরিষ্কার করি। শীত মৌসুমে প্রতিদিন ৮ থেকে ১০টি লেপ সেলাই করতে পারি। কিন্তু কাজের অনুপাতে মজুরি পাই না।’
শীত যত বাড়ছে, ততই ব্যস্ততা বাড়ছে কারিগরদের। মৌসুমি এই পণ্যকে ঘিরে জমে উঠেছে নড়াইলের লেপ–তোশক কারিগর পাড়া। তবে বছরের বাকি সময় কাজের অনিশ্চয়তার সঙ্গে চলতে হয় কারিগরদের।
শিমুল তুলার লেপ পড়ছে দুই থেকে আড়াই হাজার টাকায়। ঝুট তুলা দিয়ে তৈরি লেপ এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা কষ্টে কিনছেন।
বাহিরগ্রাম থেকে লেপ কিনতে আসা মফিজ উদ্দিন জানান, ‘এ বছর বাজারে লেপের দাম বেড়ে গেছে। আমি একটি ঝুট তুলা দিয়ে তৈরি লেপ কিনেছি, দাম নিলো ১২০০ টাকা। শিমুল তুলার লেপের দাম আরও বেশি, এক এক শিমুল তুলার লেপ দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে।’
নড়াইল মিতালি সংঘ এলাকার লেপ–তোশক ব্যবসায়ী মিলন শেখ বলেন, ‘সরকার পরিবর্তনের পর মালামালের দাম বেড়েছে। তুলা ও ছিট কাপড়ের দাম বাড়ায় লেপ–তোশকের দামও বেড়েছে। তবু শীত শুরুতেই কেনাবেচা জমে উঠেছে।’
কৃপা বিশ্বাস/এআরএস

