Logo

সারাদেশ

‘নো প্রোমোশন, নো ওয়ার্ক’ : নাটোরে প্রভাষকদের কর্মবিরতি

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৬:৫৭

‘নো প্রোমোশন, নো ওয়ার্ক’ : নাটোরে প্রভাষকদের কর্মবিরতি

ছবি : বাংলাদেশের খবর

চতুর্থ দিনের মতো বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা সহকারি অধ্যাপক পদে পদোন্নতি জারি না হওয়া পর্যন্ত ‘নো প্রোমোশন, নো ওয়ার্ক’ ঘোষণা করেছে। এ কর্মসূচি আয়োজন করেছে নাটোর বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ ও নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ ইউনিট।

বুধবার (১৯ নভেম্বর) সকালেই কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষা প্রভাষকরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন। তারা ব্যানার হাতে দাঁড়িয়ে জানান, পদোন্নতির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না।

বক্তারা বলেন, যোগ্য প্রভাষকদের ন্যায্য পদোন্নতি না হওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, যা শিক্ষা কার্যক্রমকেও প্রভাবিত করছে। তারা দ্রুত পদোন্নতির প্রজ্ঞাপন জারি করার দাবি জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন এন এস সরকারি কলেজের প্রভাষক ও বিসিএস সাধারণ শিক্ষা নাটোরের সদস্য সচিব মাহমুদ হাসান, রিপন হোসেনসহ অন্যান্য প্রভাষকরা।

নাজমুল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কর্মবিরতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর