সাভারে মহাসড়কে ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ, ২ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:১১
ছবি : বাংলাদেশের খবর
ইটভাটা মালিক ও শ্রমিকরা তাদের দাবির বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করার পর অবরোধ প্রত্যাহার করেছেন।
বেলা ১২টার কিছু সময় আগে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন তারা। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, ‘মহাসড়ক এখন ক্লিয়ার। বিক্ষোভকারীদের সঙ্গে আমরা কথা বলছি। তারা অবরোধ প্রত্যাহার করেছেন। পরিবেশ অধিদপ্তরের লোকজনও ঘটনাস্থলে আসবেন।’
এর আগে সকাল ১০টার দিকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানকে কেন্দ্র করে এবং ইটভাটা সচল রাখার দাবিতে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাভার উপজেলা শাখার ব্যানারে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মালিক ও শ্রমিকরা।
অবরোধের ফলে মহাসড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলরত সাধারণ মানুষ।
ইটভাটার মালিকরা বলেন, ‘২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত আমাদের সময় দিতে হবে। আমাদের শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে, মাটি সংগ্রহ করা আছে। ২০২৬ সালের পর যদি সরকার বাধা দেয়, আমরা আর ইটভাটা চালাবো না।’
তারা আরও বলেন, ‘গত বছর আদালতের নির্দেশনার পর অভিযান শুরু হলে আদালত জানিয়েছিল যারা বৈধ তারা থাকবেন। যদি গত বছর সাভারকে ডিগ্রেডেড এয়ার শেড ঘোষণা করা হতো, আমরা এ বছর বিনিয়োগ করতাম না। আমরা ঢাকার পরিবেশ দূষিত করতে চাই না, কিন্তু এই সিজনটা আমাদের সময় দিতে হবে। এছাড়াও আমাদের পক্ষ থেকে আদালতের রায়ও রয়েছে, তা মানা হচ্ছে না।’
এআরএস

