Logo

সারাদেশ

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষয়ক্ষতি নেই

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:১৬

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষয়ক্ষতি নেই

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজারে এ ঘটনা ঘটে। ব্যাংকটি একটি দোতলা ভবনের দোতলায় কার্যক্রম পরিচালনা করে।

পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলযোগে আসা দুজন দুর্বৃত্ত ব্যাংক লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। বোমাটি দেয়ালে লেগে ভেঙে পাশের টিনশেড কক্ষের চালার উপর পড়ে আগুন ধরে যায়। নৈশপ্রহরী ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা হয়নি।

বাজারের নৈশপ্রহরী মো. সেলিম মিয়া জানান, ভোরে বিকট শব্দ পেয়ে ব্যাংকের দিকে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে। এর মধ্যে পাঁচটি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার থাকেন এবং পুলিশের তদারকি রয়েছে। আজ ভোর সাড়ে ৪টার দিকে সুয়াপুর বাজারের শাখায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর